Fitness

6 Best Medicine Ball Exercises 

To Get Toned Abs

5 Best Torso Workouts You 

Can Do At Home

Qigong Exercises- Everything You  Need To Know


3 comments:

  1. To build a heavy figure, there is no way without exercising.

    ReplyDelete
  2. Do you want to increase your chest? Then carry on physical exercise.

    ReplyDelete
  3. হেঁচকি কেন হয় তা এখনো খুব স্পষ্ট নয় বিজ্ঞানীদের কাছে । দ্রুত খেতে চেষ্টা করলে, অনেক গরম ও মসলাদার খাবার খেলে, গরম খাবারের সঙ্গে খুব ঠান্ডা পানি বা পানীয় পান করতে শুরু করলে, অনেকক্ষণ ধরে হাসলে বা কাঁদলে হেঁচকি হতে পারে । বড়দের অবিরত হেঁচকি হওয়ার পেছনে কিছু কারণ থাকতে পারে । উদ্বেগ, কিডনির রোগ, শরীরে লবণের ভারসাম্যহীনতা, অতিরিক্ত অ্যালকোহল পান, ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়ায় হেঁচকি হতে পারে । আবার মস্তিষ্কের কিছু রোগ যেমন টিউমার বা ফোড়া, পেটের কিছু রোগ, যেমন অগ্ন্যাশয়ে প্রদাহ বা হেপাটাইটিস ইত্যাদিও হেঁচকির কারণ হতে পারে । সাধারণ কারণে হেঁচকি হলে তা একটু পর এমনিতেই বন্ধ হয়ে যাওয়ার কথা । তবে শারীরিক সমস্যা ও রোগে অনেক সময় বিরক্তিকরভাবে বারবার বা অবিরত হেঁচকি হতে
    পারে । হেঁচকি উঠলে বা বারবার হলে কিছু প্রক্রিয়ায় এটি থামানো যায় । কিছুক্ষণ শ্বাস বন্ধ করে রাখুন । একটি পলিথিন ব্যাগ নিয়ে এর ভেতরে শ্বাস-প্রশ্বাস ছাড়ুন । ঠান্ডা পানি বা বরফকুচি গিললে অথবা শুকনো খাবার চিবোলে কার্বন ডাই- অক্সাইডের চাপ বেড়ে গিয়ে ডায়াফ্রামকে থামিয়ে দেয় । কটন বাড দিয়ে নাকের ভেতর সুড়সুড়ি দেওয়া বা চোখের ওপর আঙুল দিয়ে চাপ দেওয়া, তীব্র ঝাঁজাল গন্ধ নিয়ে এটি থামানো যায় । অসহনীয় ও অনবরত হতে থাকলে কিছু ওষুধ বা নজেকশনের য়োজন হতে পারে । মাদের পোষ্ট যদি আপনাদের সামান্য ভাল লেগে কেঅথবা উপকারে এসে থাকে,,, তবে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ দিন এবং কমেন্টে অন্তত একটা TNX জানাইয়েন....আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য । বি.দ্র. এটা একটা শিক্ষনীয় পেইজ । তো কেউ বাজে কমেন্ট করবেন না । শালীনতা বজায় রাখুন ।

    ReplyDelete

up